ইকবাল সিদ্দিকী
এডুকেশন সোসাইটি পরিচালিত শিশুদের জন্যে আলাদা ধরনের স্কুল ’কচি-কাঁচা একাডেমি’ এবং
‘ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ’ সম্পর্কে জানার আগ্রহের জন্যে আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনি জেনে
আনন্দিত হবেন, আমাদের প্রিয় কচি-কাঁচা একাডেমি অনেক চড়াই উৎরাই পেরিয়ে অতিক্রম করেছে
প্রায় ৩১ বছর। শিশুদের জন্যে আলাদা ধরনের এই স্কুলের অব্যাহত অগ্রযাত্রার শুভক্ষণে
আপনাকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছে। পরম শ্রদ্ধায় স্মরণ তাঁদের, যাঁদের ভালোবাসায়
সিক্ত না হলে আমাদের এতদূর আসা হতো না।
এই পুস্তকাটি
ভালোভাবে পড়লে এবং ছবিগুলো মনোযোগ সহকারে দেখলে আমাদের সম্পর্কে একটি খণ্ড ধারণা আপনার
তৈরি হতে পারে। সাধারণত প্রসপেক্টাস, নীতিমালা ও গঠনতন্ত্রে অনেক সুন্দর সুন্দর কথা
লেখা থাকে, কিন্তু বাস্তবে তার সাথে অমিলই থাকে বেশি। আমরা চেষ্ঠা করি আমাদের প্রতিটি
প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে।
যা কিছু জীবন্ত তা প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই
পরিবর্তন হবে প্রগতির দিকে। পরিবর্তনশীল গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবো আমরা। আমরা
জানি এই এগিয়ে যাওয়ার পথে সাফল্য ও ব্যর্থতার দূরত্ব বেশি নয়। কিন্তু সাফল্যের শিখরে
আমরা পৌঁছাবোই। কেননা সুন্দর কিছু সৃষ্টির অভিজ্ঞতায় সমৃদ্ধ আমরা, বলীয়ান আরও ভালো
কিছু করার প্রাণশক্তিতে। নতুন নতুন সাফল্য অর্জনের ব্যাপারে আমাদের কোন সংশয়য় নেই।
আপনার সন্তানের অবস্থান হোক এই সাফল্য অর্জনের কেন্দ্রে; সেই প্রত্যাশা নিয়ে প্রসপেক্টাসের
প্রতিটি কথা গুরুত্বের সাথে পড়তে আপনাকে অনুরোধ জানাচ্ছি।