Establishment

বাস্তবমুখী, মননশীল, শিশুপোযোগী শিক্ষা পদ্ধতির অভাব ও ভর্তি সমস্যাগ্রস্ত সচেতন এলাকাবাসীর অনিবার্য দাবী পূরণের লক্ষে ১৯৯০ সনের ১০ই ফেব্রুয়ারি এই এলাকার সমাজসচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভার সর্বসম্মত প্রস্তাবে সাংবাদিক ও শিশু সংগঠক জনাব ইকবাল সিদ্দিকী কচি-কাঁচা একাডেমি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০৪ সনে প্রতিষ্ঠিত হয়। এসব প্রতিষ্ঠান সরকার অনুমোদিত অলাভজন স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’ দ্বারা স্বঅর্থায়নে পরিচালিত।

Copyrights © কচি-কাঁচা একাডেমী
Developed by BDHOST.